শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Uttam Kumar: উত্তমকুমার আজ থাকলে টলিপাড়ার এই বিরাট নায়কদের দেখে পালিয়ে যেতেন: বিপ্লব চট্টোপাধ্যায়

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ২৪ জুলাই ২০২৪ ১৭ : ১৮Rahul Majumder


রাহুল মজুমদার: ২৪ জুলাই, ১৯৮০। প্রয়াত হয়েছিলেন উত্তমকুমার। এরপর কেটে গিয়েছে ৪৪ বছর। আজও বাঙালি ছবিপ্রেমী দর্শকের হৃদয়ে স্বমহিমায় জ্বলজ্বল করেন উত্তম। মহানায়কের ৪৪তম প্রয়াণ দিবসে তাঁর প্রিয় নায়কের কথায় স্মৃতিমেদুর হলেন বিপ্লব চট্টোপাধ্যায়। আজকাল ডট.ইন-এর সঙ্গে উত্তম কুমারের বিষয়ে নানা অজানা কথা বলার মাঝে এ প্রজন্মের টলিপাড়ার অভিনেতাদের প্রসঙ্গেও জোর গলায় টানলেন উত্তম তুলনা। একেবারে প্রথম থেকেই নিজের ছন্দে প্রথম থেকেই ঝোড়ো ব্যাটিং শুরু করলেন বিপ্লব চট্টোপাধ্যায়।

প্রশ্ন: কেন আজও ‘মহানায়ক’ বলতে মানুষ শুধু উত্তমকুমারকেই বোঝেন?
বিপ্লব: “উত্তমকুমার এমনি এমনি মহানায়ক নন। পাকা অভিনেতা হওয়ার পাশাপাশি বিরাট উদার মন থাকতে হয়, তবেই সেই শিল্পী মহানায়কের আসনে বসতে পারেন। তাই ছিলেন উত্তমকুমার। ক'জন জানেন নেপালগঞ্জে প্রায় ৫০ কাঠা জমি কিনে তা দান করে দিয়েছিলেন উত্তমদা। কেন? না টলিপাড়ার দুঃস্থ টেকনিশিয়ানদের জন্য। প্রায় ৫০টি ছোট ছোট ঘর তৈরি করা হবে, এই আশায়”।

প্রশ্ন: কী বলছেন! তা হলে সেসব হল না কেন?
বিপ্লব: উত্তমদার আকস্মিক মৃত্যুর পর রাজ্যের তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেবের কাছে বিষয়টি জানিয়েছিলাম, প্রোডাকশন অ্যাসিস্টেন্টদের অনুরোধে। গৌতম দেব প্রস্তাব দিয়েছিলেন ওই জমিটা সরকারকে দিয়ে দেওয়া হোক তা হলে সরকারের তরফে ৫০টা বাড়ি বানিয়ে দেওয়া হবে। পাশাপাশি, ৫০টি দোকানঘরও তৈরি করে দেওয়া হবে যাতে ওই টেকনিশিয়ানদের ছেলেমেয়ের ভবিষ্যতের অন্নসংস্থান হয়ে যায়। কথা পাকা হল। যেদিন ওই জমি সংক্রান্ত সইসাবুদ হবে একজনও প্রোডাকশন অ্যাসিস্টেন্টরা এলেন না! অথচ মন্ত্রী, ইঞ্জিনিয়ররা সব বসে থাকলেন। মনে আছে, আমার কথায় গৌতম দেব অন্য কাজ বাতিল করে এসেছিলেন। আমাকে একটু বকাঝকা করলেন। কী করব, চুপ করে শোনা ছাড়া উপায় ছিল না।

প্রশ্ন: ওঁদের জন্যই তো এত সব কাণ্ড। ওঁরা এলেন না কেন?
বিপ্লব: বলছি, বলছি। জানতে পারলাম অভিনেতা অনুপকুমার ওই টেকনিশিয়ান, প্রোডাকশন অ্যাসিস্টেন্টদের যেতে বারণ করে দিয়েছিলেন! কারণ বিপ্লবের মাধ্যমে এই কাজটা হয়ে গেলে টলিপাড়ায় আরও জনপ্রিয় হয়ে যাবে সে। ভাবুন, কতটা নিচে নামতে পারে ওঁর মতো একজন বর্ষীয়ান অভিনেতা। কতটা স্বার্থপর!পরে টেকনিশিয়ানরা এসে আবার আমার কাছে মিনতি করেছিল। কিন্তু কোনও লাভ হয়নি। এখন মনে হয়, সেই জমি বেহাত হয়ে গিয়েছে”।

প্রশ্ন: অনুপকুমারকে পরে কিছু বলেছিলেন এই বিষয়ে?
বিপ্লব: নো! নেভার! অত নিচে নিজেকে নামাতে পারিনি কোনওদিন। কেন আমি কৈফিয়ৎ চাইব? অনুপদা অন্যায় করেছিলেন। সেটা আবার ওঁর থেকেই জিজ্ঞেস করার প্রয়োজন মনে করিনি।

প্রশ্ন: আচ্ছা, উত্তমকুমারে ফিরছি। শম্ভু মিত্রের মতো নাট্যকারের কাছে অভিনয়ের কলাকৌশল শিখেছেন। সত্যজিৎ রায়ের একাধিক ছবিতে কাজ করেছেন। অভিনেতা হিসাবে উত্তমকুমারের কী মূল্যায়ন করবেন?
বিপ্লব: এক নম্বর, এক নম্বর, এক নম্বর! আগামী ৫০ বছরে উত্তমকুমারের মতো অভিনেতা আসবে না। অন্তত বাংলায় তো নয়ই(জোর গলায়)।

প্রশ্ন: আপনি নিজে তো সৌমিত্র-ভক্ত তা সত্বেও...
বিপ্লব:(প্রশ্ন শেষ হওয়ার আগেই বাঁজখাই গলায়) একদম তাই! তা সত্বেও বলছি।

প্রশ্ন: উত্তম-সুচিত্রা নিয়ে কিছু বলছেন না কেন?
বিপ্লব: কী আর বলব ওঁদের জুটির একটি ছবিও আমার তেমন ভাল লাগে না। তবে হ্যাঁ, উত্তমকুমার অভিনীত ‘লাল পাথর’ ছবিটি আমার ভারি প্রিয়। আজও সুযোগ পেলে সেই ছবি বারবার দেখি।

প্রশ্ন: উত্তমকুমারের সঙ্গে তো অভিনয়ও করেছেন? সেটে মেলামেশা করতেন সবার সঙ্গে?
বিপ্লব: হ্যাঁ, হ্যাঁ। যে কোনও টেকনিশিয়ান ওঁর কাছে গিয়ে নিজের সমস্যার কথা বলতে পারতেন। আমাদের মতো জুনিয়র আর্টিস্টদের সঙ্গে যেভাবে আড্ডা দিতেন, গল্পগাছা করতেন। যেভাবে কাজে উৎসাহ দিতেন আজকালকার প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা ভাবতে পারবে না।

প্রশ্ন: কোনও ঘটনা মনে পড়ছে?
বিপ্লব: অনেক, অনেক। আমার আর সন্তু মুখোপাধ্যায়..সন্তু মানে স্বস্তিকার বাবা..কম আড্ডা মেরেছে? মদ্যপান পর্যন্ত করেছিলেন আমাদের সঙ্গে। গাড়ি চালিয়ে দূর থেকে নিজের হাতে করে আমাদের জন্য রুটি, কাবাব কিনে এনেছিলেন।

প্রশ্ন: নাটক নিয়ে কোনও আলোচনা হয়েছিল কোনওদিন?
বিপ্লব: একবার হয়েছিল। উনি জানতেন আমি শম্ভু মিত্রের 'বহুরূপী' দলের সঙ্গে যুক্ত। খুব শ্রদ্ধা করতেন শম্ভুদাকে।

প্রশ্ন: বিপ্লবদা, শেষ প্রশ্ন। কী মনে হয়, আজ যদি উত্তমকুমার বেঁচে থাকতেন কী হত?
বিপ্লব: এইমুহূর্তে টলিপাড়ায় যেসব বিরাট মাপের সব অভিনেতারা রয়েছেন, তাঁদের দেখে এক ছুটে পালিয়ে যেতেন! 




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর

'হা-রে-রে-রে' আওয়াজ তুলে এবার 'ডাকাতি'তে বেরোবেন দেব! ফিরছে 'রঘু ডাকাত' ...

'মহাদেব নয়, দুর্গার ত্রিশুল বিদ্ধ হতে চেয়েছিলাম', 'হইচই'-এর মহালয়া প্রসঙ্গে কী বললেন রোহন ভট্টাচা...

'আমিই ফাটাকেষ্ট ', পুজোয় 'বাওয়াল' নিয়ে বলতে গিয়ে গোপন কথা বললেন ভরত কল...

অস্কারে 'লপাতা লেডিস'? স্বপ্ন কি সত্যি হতে চলেছে কিরণ রাও-য়ের?...

‘অস্বস্তিকরভাবে ঘনিষ্ঠ হন...’বলিউড ‘সুপারস্টার’র বিরুদ্ধে বিস্ফোরক শমা সিকন্দর, কে জড়িয়ে ধরতে চেয়েছিলেন অভিনেত্রীকে...

Breaking: তথাগতর বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন রৌনক! কী হবে এই সম্পর্কের পরিণতি?...

গোয়াতে গ্রেফতার জানি মাস্টার, তামান্নার 'আজ কি রাত'র নৃত্য পরিচালকের বিরুদ্ধে কী অভিযোগ?...

দিনদুপুরে সেলিম খানকে প্রাণনাশের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের! ঘোমটার আড়ালে 'স্ত্রী'-এর চরিত্রে ছিলেন কোন অভিনেত্রী...

সমাজমাধ্যমে এ কী 'নোংরা' ভুল করলেন অমিতাভ বচ্চন! জানতে পেরেই প্রায় হাতজোড় করে ক্ষমাপ্রার্থনা ...

জলের তলায় ডুব থেকে নৌকাভ্রমণ, কলকাতার কোলাহল থেকে দূরে ছেলের সঙ্গে অলস দুপুরে হইচই প্রিয়াঙ্কার...

হৃদয়ের ক্যালেন্ডারে 'শ্রাবণ' চিরস্থায়ী, তাই আশ্বিনে আসছে 'দেখেছি তোমাকে শ্রাবণে'...

'দুই শালিক'-এ নয়া অবতারে ফিরলেন সায়ন, বড় চমক নিয়ে হাজির 'যমুনা ঢাকি' খ্যাত চাঁদনি ...

আম্বানিদের বিয়েতে যাওয়ার জন্য টাকা নিয়েছেন বলিউড তারকারা? বিস্ফোরক দাবি অনন্যা পাণ্ডের...

কোনও সন্তানের মা কেন হননি শাবানা আজমি? নেপথ্যের আসল কারণ প্রথমবার ফাঁস বর্ষীয়ান অভিনেত্রীর...

'সিংহম এগেইন' পিছোনোর কাতর অনুরোধ কার্তিকের, মন কি গললো অজয় দেবগণ-রোহিত শেঠির?...





রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



07 24